#প্রজেক্ট_পরিকল্পনা
#বাজেট_ফার্ম_প্ল্যানিং
#সাব-প্রজেক্ট
আমাদের প্ল্যান অনুযায়ী আমরা লাইভস্টক ও পোল্ট্রি ফার্মিং নিয়ে বেশকিছু প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। তার মধ্যে আমাদের প্রথম প্রজেক্টটি হলো প্রজেক্ট পরিকল্পনা। আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্যে একজন নতুন খামারী বা উদ্যোক্তা শুরু থেকে কীভাবে তাঁর খামার নিয়ে পরিকল্পনা করবে তার একটা পথ প্রদর্শন করা। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রজেক্ট পরিকল্পনাকে আরও কিছু সাব-প্রজেক্টে বিভক্ত করছি। আপনাদের ব্যাপক সাড়া পেয়ে আমরা আমাদের প্রজেক্ট থেকে এখন থেকে #বাজেট_ফার্ম_প্ল্যানিং প্রদান করে থাকবো।
??আমাদের এই সাব-প্রজেক্টে আপনারা যেসব সুবিধা পাবেনঃ
১. গরু, ছাগল, হাঁস, মুরগী( ব্রয়লার / লেয়ার), কোয়েল এর ফার্ম প্ল্যানিং (বাজেট অনুসারে)
২. সায়েন্টিফিক ও বাজেট ফার্ম প্ল্যানিং (স্বল্প খরচে)
৩. বাজেট সেট-আপ
৪. ডিসিশন মেকিং ( কোন ধরণের, এবং কিসের খামার করা আপনার উচিত বাজেট ও লোকেশন অনুসারে)
৫. খামারের লে- আউট ( প্রিন্টিং)
৬. খামারের মডেল (3d/2d, শর্তপ্রযোজ্য)
৭. ফিক্সড কষ্ট, ডেপ্রিসিয়েশন কস্ট, রিকারেন্ট কষ্ট এর প্রপার ধারণা প্রদান
৮. মাসিক বা বার্ষিক প্রফিট শো
★★ফার্ম প্ল্যান প্রদানের ন্যুনতম সময়ঃ ৫-৭ দিন★★
মূলত এ প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের গ্রাহককে একটা পূর্ণাঙ্গ ফার্ম প্ল্যানিং প্রদান করে থাকবো যা একটা খামার গড়ে তোলার জন্য বা একজন উদ্যোক্তার জন্য অতীব গুরুত্বপূর্ণ।
??বিনিময়ে আমরা এখন থেকে স্বল্পকিছু অর্থ গ্রহণ করবো.... যা শুভেচ্ছা মূল্য হিসেবে ভাবতে পারবেন...
১/শুধুমাত্র ফার্ম প্ল্যানিং ও কনসালটেন্সিঃ ৫০০ টাকা
২/ ফার্ম প্ল্যানিং উইথ লে-আউট(প্রিন্টিং)ঃ ১০০০ টাকা
৩/ ফার্ম প্ল্যানিং উইথ 3d/2d মডেলঃ আলোচনা সাপেক্ষে
?আপনি যদি খামার ব্যবসা শুরু করতে আগ্রহী হোন তাহলে আপনার বাজেট বা স্বল্প বাজেটের মধ্যে সায়েন্টিফিক ও উন্নতমানের ফার্ম প্ল্যানিং পেতে এখনই যোগাযোগ করুন #Samanta_Farm_Development_and_Management_company এর অফিসিয়াল পেইজে..... ??
?ফার্ম প্ল্যানিং এর পাশাপাশি ফার্ম ডেভেলপমেন্টেও ও ফার্মের কাঠামো গঠনেও আমরা সর্বোচ্চ সহযোগীতা করবো।
এবং আগামীতে ফার্মের ইকুইপমেন্ট সোর্সিং ও সাপ্লাই, এনিম্যাল সোর্সিং, ডিস্ট্রিবিউশন ও সেল এসব ক্ষেত্র নিয়ে বিভিন্ন প্রজেক্ট আকারে হাজির হবো আশা করি.....❤️❤️
সকলের আশীর্বাদ ও দোয়াপ্রার্থী..... ?